সুজানগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ “ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুরমৃত্যুর ঝুঁকি কমান” স্লোগানে পাবনার সুজানগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এ্যাডভোকেসী পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রফিকুল হাসানের সভাপতিত্বে বক্তব্যদেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও সাতাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্সেদ, প্রাথমিক শিক্ষা অফিসার মিনা পারভিন। এ সময় উপস্থিত ছিলেন আমজাদ হোসেন, সামছুল আরেফিন, আইউব হোসেন, আবু বক্কর মিয়া, মনিকা হলদার, জাহাঙ্গীর হোসেন, ফজলু মিয়া, আলাউদ্দিন প্রমুখ।
No comments