কৃষকের কারণে ভাগ্যের উন্নয়ন হচ্ছে- জেলা প্রশাসক কবীর মাহমুদ
এম মনিরুজ্জামান, পাবনা ॥ ঈশ্বরদীর অরোনকোলা মওলা কৃষি খামারে অনুষ্ঠিত হয়েছে কৃষকদের উৎপাদিত বিচিত্র রকমের কৃষি মেলা ও মত বিনিময় সভা। বুধবার দুপুরে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি কেন্দ্রিয় কমিটির উদ্যোগে এবং মওলা কৃষি খামারের পক্ষ থেকে জেলা প্রশাসকের সাথে মত বিনিময় উপলক্ষে এসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএসআরআইএর ডিজি ড. আমজাদ হোসেন,অতিরিক্ত জেলাপ্রশাসক সার্বিক শফিকুল ইসলাম,ভারপ্রাপ্ত ইউএনও মমতাজ মহল, ওসি বাহাউদ্দিন ফারুকি, কৃষি কর্মকর্তা আঃ লতিফ ও আওয়ামীলীগ নেতা ইসাহক আলী মালিথা। কৃষক উন্নয়ন সোসাইটি পাবনা জেলা শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করীম সঞ্চালনায় বক্তব্যদেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রিয় সভাপতি কুল ময়েজ, সাধারণ সম্পাদক আবুল হাসেম, বঙ্গবন্ধু পদক প্রাপ্ত কৃষক কপি বারী, মাছ হাবিব, গাজর জাহিদ,লিচু কিতাব ও বীজ চিন্ময় সেন বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন কৃষক নেতা জহুরুল ইসলাম, পাভেল মাহমুদ, সাংবাদিক এম মনিরুজ্জামান, ইসহাক আলী, আলতাব হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে উল্লেখ করে বলেন, কাদের ভাগ্য উন্নয়ন হচ্ছে, আমার মত যারা বেশী বেতনে চাকরি করছে আর ব্যবসা করছে। কিন্তু শতকরা আশি ভাগ কৃষকের কারণে ভাগ্যের উন্নয়ন হচ্ছে। সকলে মিলে ভাল না হলে কৃষকদের ভাগ্যের উন্নয়ন করা কঠিন। তিনি কৃষকদের অভিজ্ঞতা ও কর্মের ভূঁয়সী প্রশংসা করে বলেন, বিভিন্ন প্রকার ফল দিয়ে অতিথি বরণ আমাকে বিশেষ শিক্ষা দিয়েছে। কৃষকদের বক্তব্য ও আয়োজনে আমার মনে হয়েছে আমি কৃষকদের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে অনেক জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছি যা আমি বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারব। উল্লেখ্য, কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফল দিয়ে সাজানো বাঁশের তৈরী হল রুমটি বাঙ্গালি সংস্কৃতি এবং কৃষকদের কর্মের চেহারা স্পস্ট হয়েছে।
No comments