সুজানগরে মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহের উদ্বোধন

এম মনিরুজ্জামান, পাবনা: সারা দেশের ন্যায় পাবনার সুজানগরে মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর ও স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর সহ বিভিন্ন দপ্তরের আঙ্গিনা পরিচ্ছন্ন করে মশক নিধন ঔষধ স্প্রে ও ঝোপ-ঝাড় পরিস্কার করে মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রফিকুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, শিক্ষা অফিসার মিনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা লাবনী ফেরদৌস, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, উপজেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম মন্ডল, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, যুবলীগ নেতা সরদার রুহুল আমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান প্রমুখ।

No comments

Powered by Blogger.