সুজানগরে বিষমুক্ত ও নিরাপদ ফল উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণের উদ্বোধন

সুজানগর(পাবনা) প্রতিনিধি:
পাবনার সুজানগরে মঙ্গলবার সকালে দুইদিন ব্যাপি কৃষকদের বিষমুক্ত ও নিরাপদ ফল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী’র (জাইকা) সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুাজৎ দেবনাথ। দিনভর অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ৪০ জন কৃষক অংশ নেন। এতে সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণ দেন ।অতিরিক্ত উপ পরিচালক সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার। প্রশিক্ষণে সমন্বয়কের দায়িত্ব পালন করেন উক্ত প্রকল্পের ইউডিএফ ইমরান সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি অফিসার সাইদুল ইসলাম। এছাড়া এদিন একই প্রকল্পের আওতায় মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদান বিষয়ক দুইদিন ব্যাপি এক প্রশিক্ষণ উপজেলা আইটিআরসিই ভবনে অনুষ্ঠিত হয়। 

No comments

Powered by Blogger.