পাবনার সুজানগরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার বিতরণ করেন শাহীনুজ্জামান শাহীন।
এম মনিরুজ্জামানঃ
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে তাদেরকে পড়াশুনায় মনোযোগী হতে উৎসাহ যোগাচ্ছেন। তিনি আরো বলেন প্রতিবন্দীদের পাশাপাশি সরকার তাদের পরিবার কে অনুপ্রাণীত করছে। পাবনার সুজানগরে রোববার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যেবে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, শিক্ষা অফিসার মিনা পারভীন প্রমুখ।

No comments