সুজানগরে পোনা মাছ অবমুক্ত

সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ “স্বয়ংসম্পূর্ণ মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানে ২০১৮-১৯ আর্থিক সালের জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। পাবনার সুজানগরে সোমবার সাতবাড়ীয়া ইউনিয়নের কাঁচুরী ও সাগরকান্দী ইউনিয়নের খলিলপুর ওয়াবদা বাধের জলাশয়ে প্রধান অতিথি থেকে প্রায় ১২ হাজার পিচ পোনা মাছ অবমুক্ত করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। উপজেলা মৎস্য অফিসার আব্দুল হালিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, পৌর আ.লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, মৎসজীবি আব্দুস সালাম, আব্দুল করিম মন্ডল প্রমুখ।

No comments

Powered by Blogger.