সুজানগরে পোনা মাছ অবমুক্ত
সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ “স্বয়ংসম্পূর্ণ মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানে ২০১৮-১৯ আর্থিক সালের জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। পাবনার সুজানগরে সোমবার সাতবাড়ীয়া ইউনিয়নের কাঁচুরী ও সাগরকান্দী ইউনিয়নের খলিলপুর ওয়াবদা বাধের জলাশয়ে প্রধান অতিথি থেকে প্রায় ১২ হাজার পিচ পোনা মাছ অবমুক্ত করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। উপজেলা মৎস্য অফিসার আব্দুল হালিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, পৌর আ.লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, মৎসজীবি আব্দুস সালাম, আব্দুল করিম মন্ডল প্রমুখ।
No comments