সুজানগরে স্কাউটেস্র ত্রি-বার্ষিক কাউন্সিলের আলোচনা সভা
এম মনিরুজ্জামানঃ পাবনার সুজানগর উপজেলা শাখার স্কাউটেস্র ত্রি-বার্ষিক কাউন্সিলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে স্কাউটেস্র সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে ও স্কাউটেস্র সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জর্জের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্যদেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হুসাইন, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বিধান চন্দ্র ঘোস। এসময় আরো বক্তব্যদেন স্কাউটেস্ কমিশনার সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, শিক্ষক রকিবুল হক, আলমগীর হোসেন, আনোয়ারুল হক, মাওঃ মাহাতাব উদ্দিন প্রমুখ। কাউন্সিলের শুরুতেই শোকের মাসের জন্য ১মিনিট নিরবতা পালন করা হয়। উপজেলা শাখার স্কাউটেস্র ত্রি-বার্ষিক কাউন্সিলে সর্ব সম্মতি ক্রমে আগামী ৩ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে, ভোটের মাধ্যমে স্কাউটেস্র কর্মকর্তা নির্বাচিত করা হবে।
No comments