সুজানগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অম্বেশন প্রতিযোগীতার পুরুস্কার বিতরণী
সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অম্বেশন প্রতিযোগীতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন, অফিসার ইনচার্জ হাদিউল ইসলাম। উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম সহ উপজেলার স্কুল-কলেজ প্রধান ও শিক্ষার্থী, সুষিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান কে পুরুস্কার প্রদান করা হয়।
No comments