সুজানগরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরের ভায়না ইউনিয়নের হেমরাজপুর গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তিথি (ছদ্দ নাম) (৬) কে শনিবার বিকেলে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুজানগর থানায় মামলা দায়ের হয়েছে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাদিউল ইসলাম জানান হেমরাজপুর গ্রামের মৃত বসন্ত কুমার পালের ছেলে শ্রী জয়দেব কুমার পাল (৪৫) একই গ্রামের মতিনের পেয়ারার বাগানে মেয়েটা কে ধর্ষণের চেষ্টা করে।
এ ঘটনায় থানায় মেয়ের বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছে, মামলা নং ১২/১৭১।
আসামী ধরতে পুলিশের অভিযান চলছে। একই গ্রামের আব্দুর রাজ্জাক জানান আমি মাঠে কাজ করতে গিয়ে মেয়েটির চিৎকারে শুনে এগিয়ে দেখি জয়দেব মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করছে, আমি ঘটনা স্থলে যাওয়া মাত্র জয়দেব আমার পা ধরে কান্নাকাটি করে আমাকে বলতে থাকে এ কথা কাওকে বলবেনা, আমাকে মাফ করে দেন।
পরে এলাকার প্রধানরা শালিশের মাধ্যমে মিমাংসার চেস্টা করে, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছালে আসামী পালিয়ে যায়।
No comments