সুজানগরে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক
এম মনিরুজ্জামান, পাবনা: বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধু কে রাজনৈতিক ভাবে সব সময় উৎসাহ যুগিছেন, দেশ স্বাধীনের চরম মূহুর্তে যখন বঙ্গবন্ধু জেলখানায় বন্দি ছিলেন, তখন তার ভূমিকা ছিলো অপরিসিম, তিনি এমন একজন গর্বিত মা যার কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ এই দেশটাকে সঠিক ও সুন্দরভাবে পরিচালনা করে, এ দেশের মানুষের ভাগ্যন্নয়নে দিন-রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শিশুদের লেখা-পাড়ায় প্রত্যেক স্কুলে মাল্টিমিডিয়ার ব্যবস্থা করেছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করার লক্ষে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। পাবনার সুজানগরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বৃহস্পতিবার দুপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা রেনু’র ৮৯ মত জন্মবার্ষিকী উপলক্ষে বিল ক্ষেতুপাড়ায় উঠান বৈঠকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফারজানা কাওছারের সভাপতিত্বে ও তথ্য সেবা কর্মকর্তা আফসানা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যদেন মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু প্রমুখ।
No comments