সুজানগরে ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে মাসব্যাপি কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধন


এম মনিরুজ্জামানঃ পাবনার সুজানগরে যুব উন্নয়নের আয়োজনে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভেলেজড রুলার ইয়ং পিপল অব বাংলাদেশ  (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের  ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে ১মাস ব্যাপি কম্পিউটার প্রশিক্ষনের  উদ্বোধন করেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । বিশেষ অতিথির বক্তব্যদেন  উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ । এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ.দা) মোরসেদ আহমেদ। কম্পিউটার প্রশিক্ষক রেমন ইবনে ইসলাম ও আলমগীর হোসেন প্রমুখ।

No comments

Powered by Blogger.