এম মনিরুজ্জামানঃ

পাবনার সুজানগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা অফিসার আঃ কায়ুমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। এ সময় আরো বক্তব্যদেন সহকারি শিক্ষা অফিসার শওকত আলী, আজিজুর রহমান, প্রধান শিক্ষক ইমদাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক মনোয়ার হোসেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন ফেরদৌসী সুলতানা লিজা, নাসির উদ্দিন। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
No comments