কাশিনাথপুর মোড়ে যাত্রীছাউনী ও পাবলিক টয়লেট না থাকায় জনদূর্ভোগ চরমে

এম মনিরুজ্জামান, পাবনাঃ- এক সময় উওর বঙ্গের প্রবেশ দ্বার খ্যাত পাবনার কাশিনাথপুর মোড়ে হাজার হাজার বাস যাত্রীকে অবস্থান করতে হত। কিন্তু সেখানে কোন যাত্রী ছাউনী  এবং পাবলিক টয়লেট না থাকায় অপেক্ষামান যাত্রীদের রৌদ-বৃষ্টিতে চরম দূর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে নারী এবং শিশুদের সমস্যা ব্যাপক আকার ধারণ করে। এ সংকট নিরসনে ২০০৭ সালে জনস্বার্থে একজন সাংবাদিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কাশিনাথপুর মোড়ে একটি  যাত্রী ছাউনী, একটি পাবলিক টয়লেট, ও একটি টিউবয়েল স্থাপন করেন, কিন্তু এলাকার একশ্রেণীর ভূমিদস্যু যাত্রী ছাউনীর জায়গাটি অবৈধ ভাবে দখল করে।সম্প্রতি পাবনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলা কালে পাবনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশল  গুটি কয়েকজন লোকের প্ররোচনায় জনসে
বা মূলক উক্ত যাত্রী ছাউনী ও পাবলিক টয়লেট টি ভেঙ্গে দেয় । বর্তমানে কাশিনাথপুর মোড়ে কোন যাত্রী ছাউনী বা পাবলিক টয়লেট না থাকায় প্রতিদিন শত শত নারী-পুরুষ ও শিশু এবং স্কুল কলেজ শিক্ষার্থীরা  চরম দূর্ভোগে এদিক সেদিক পয়ঃনিস্কশনের জন্য ছুটতে দেখা যায় । এ বিষয়ে এলাকাবাসী পুনরায় উচ্ছেদকৃত যাত্রী ছাউনী ও পাবলিক টয়লেটটি স্থাপনের জন্য পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপার, এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সুদৃষ্টি কামনা করছেন ।

No comments

Powered by Blogger.