সুজানগর নব নির্বাচিত পৌর যুবলীগের উদ্যোগে সাবেক এমপি আহমেদ তফিজ উদ্দিনের কবর জিয়ারত ও পুস্পঅর্পণ

সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগর  পৌর আওয়ামীযুবলীগের ত্রি-বার্ষিক  সম্মেলনে নব-নির্বাচিত কমিটির উদ্যোগে পাবনা-২ আসনের সাবেক এমপি , সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান এমপি আহমেদ ফিরোজ কবির এর পিতা প্রয়াত আহমেদ তফিজ উদ্দিনের কবর জিয়ারত ও পুস্পঅর্পণ করা হয়েছে। শুক্রবার সকালে পৌর যুবলীগের নব-নির্বাচিত সভাপতি জুয়েল রানার নেতৃত্বে উপজেলার সাতবাড়ীয়ার তারাবাড়ীয়ার কেন্দ্রিয় গোরস্থানে অবস্থিত প্রয়াত আহমেদ তফিজ উদ্দিনের কবর জিয়ারত ও পুস্পঅর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও  বিশিষ্ট্য ব্যাবসায়ী মনিরুল ইসলাম তরুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুক কবির বাবু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন,  উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান সাঈদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সেচ্ছাসেবকলীগ নেতা নুরুল ইসলাম জুয়েল, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মন্টু, সাতবাড়ীয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক শওকত আলী, সাতবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল, প্রচার সম্পাদক সবুজ  প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা সাইদুর রহমান।

No comments

Powered by Blogger.