সুজানগরে সড়ক দূর্ঘটনায় ১ শিশু নিহত ॥ আহত-২০
সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগরে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত ও ২০ জন আহত হয়েছে। সোমবার দুপুরে সুজানগর-নাজিরগঞ্জ সড়কের নুরালের মোড় নামক স্থানে টাপুর টুপুর নামক বাস নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা বট গাছের সাথে ধাক্কায় বাসের যাত্রীরা গুরুত্বর আহত হয়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ দিলারা ইয়াসমিন জানান, হেমরাজপুর গ্রামের হাতেম আলীর শিশু কন্যা খাদিজা (১০) গুরুত্বর আহতবস্থায় সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। গুরুত্বর আহত জোসনা খাতুন, হান্নান, মাজেদা খাতুন, রাবেয়া খাতুন, কোমল, কুদ্দুস, আজগর, হাসনা খাতুন, রেজাউল, মালেক কে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
No comments