সুজানগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ এলাকায় উত্তেজনা
সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের শ্রীপুর চর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে, অন্যের জমির উপর এলাকার প্রভাবশালীরা জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করছে। এ ঘটনা কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী মানোষ হেলাচর গ্রামের নাদের আলী মন্ডলের ছেলে আজাদ আলী মন্ডল ও মৃত আব্দুল গনি মৃধার ছেলে আব্দুস সাত্তার মৃধা এ প্রতিবেদক কে অভিযোগ করে বলেন, আমাদের দখলকৃত ১০২ চিটা দাগের শ্রীপুর চর মৌজার প্রায় ৩ বিঘা জমি থেকে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে জোরপূর্বক উচ্ছেদ করে করা হয়েছে, সেই সাথে প্রায়ই প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় পাবনার বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-৫৮৫/১৯, মামলার প্রেক্ষিতে ৮০৫(২) ২৬-০৯-২০১৯ইং তারিখে ফোজদারী কার্যবিধি ১৪৪ ধারা জারি করেন আদালত। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পেশি শক্তি দেখিয়ে শ্রীপুর চর এলাকার জয়নাল ব্যাপারীর ছেলে সাইদুল ব্যাপারী ও পাচু ব্যাপারীর ছেলে হাছেন ব্যাপারী দোকান ঘর নির্মাণ করছে। মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, মেঝো পাকা টিনের ৫টি ঘর নির্মাণের কাজ চলছে, নির্মাণকৃত ঘরের ছবি তুলতে গেলে এলাকার আলেক সরদার, বানু ব্যাপারী, জিলাল মোল্লা, শহিদ সরদার ও রশিদ সরদার নামক ব্যাক্তিরা বলেন ছবি তুলে কি ঘর তুলা বন্ধ হবে? আমরা জমি কিনে দোকান ঘর তুলছি, পারলে মূল মালিকের সাথে বোঝা পড়া করেন। সাইদুল ব্যাপারী বলেন, জমি আমাদের আমরা ওনাদের কাছে বিক্রি করেছি, ওনারা ঘর তুলছে। কোর্টের নিষেধাজ্ঞা কথা জানতে চাইলে বলেন কুরবান চেয়ারম্যান আমাদের শালিস করে দিয়েছে। এ ব্যাপারে ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুরবান আলী বলেন, আদালতের নিষেধাজ্ঞার আগে এলাকার শান্তি রক্ষায় আমি একটি শালিস করে দিয়েছিলাম। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম পিপিএম বলেন, সরেজমিনে গিয়ে তদন্ত পূর্বক, এলাকায় শান্তি শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments