পাবনায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
এম মনিরুজ্জামান, পাবনাঃ
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে পাবনায় কমিউনিটি পুলিশিং ডে’র র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা সমন্বয় কমিটি,কমিউনিটি পুলিশং ইউনিট পাবনা ও জেলা পুলিশের আয়োজনে পাবনা পুলিশ লাইনস্ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইনস্ এর সামনে এসে শেষ হয়। শহীদ বীরমুক্তিযোদ্ধা এ এস আই আব্দুল জলিল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদ, জেলা সমন্বয় কমিটি, কমিউনিটি পুলিশিং ইউনিট পাবনার আহ্বায়ক শামসুল আলম মানিক, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন ।

No comments