সুজানগরে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরন

এম মনিরুজ্জামানঃ পাবনার  সুজানগর উপজেলায় পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও তার ছেলে আবিদ জামান আরাফ এবং উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সাথে উপজেলায় বন্যার্ত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময়। উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা কবলিত মানুষের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করছেন, বন্যা শেষ না হওয়া পর্যন্ত এ সহযোগিতা অব্যাহত রাখবেন।

No comments

Powered by Blogger.