সুজানগরে পূজা মন্ডব পরিদর্শন ও অনুদান প্রদান

এম মনিরুজ্জামানঃ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সনাতন ধর্মাবলীদের বিভিন্ন সুযোগ সুবিধা  দিয়ে তাদের উৎসব পালনের  নিরাপত্তা নিশ্চিত করেছেন, সুজানগর উপজেলায় পূজা মন্ডব পরিদর্শন কালে এ কথা বলেন  পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেন  সুজানগর উপজেলায় বিগত সরকারের চেয়ে এই সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষ উৎসব মূখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা উদযাপন করছেন।  সোমবার সুজানগর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডব পরিদর্শন করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
 পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান, সুজানগর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন, সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা, সাবেক উপজেলা ভাইচ চেয়্যারম্যান জালাল উদ্দিন, পাবনা জেলা পরিষদের সদস্য ও  উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক  রেজাউল করিম রেজা, সাইদুর রহমান সাঈদ, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, যুবলীগ নেতা আজিজুল বাবু, সরদার রুহুল আমিন, পৌর যুবলীগের সাধারন সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, সুজানগর উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু রায়, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত কুমার কুন্ডু প্রমূখ। উপজেলার ৬১টি পুজা মন্ডবের জন্য সরকারী অনুদানের ৫০
০ কেজি চাউল ও নগদ অর্থ প্রদান করা হয়।

No comments

Powered by Blogger.