আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ ও মানববন্ধন
এম মনিরুজ্জামান, পাবনা
ঢাকা প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী কুষ্টিয়ার ছেলে আবরার ফাহাদকে নৃশংস ভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে পাবনায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে। বুধবার বেলা ১২ টার দিকে শহরের আব্দুল হামিদ সড়কে পাবনা প্রেসক্লাবের সামনের প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র সংগঠন, জেলা ছাত্রদল ও বিভিন্ন সামাজিক সাংষ্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা এই প্রতিবাদ মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ফেসবুকে নিজের মতামত এবং মন্তব্য করাকে কেন্দ্র করে মেধাবী শিক্ষার্থী আবরারকে পিটিয়ে হত্যা করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতা কর্মীরা। আবরার কোন রাজনৈতিক সংগঠনের রাজনীতির সংঙ্গে জড়িত ছিলো না। দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা রাজনৈতিক ছত্র ছায়ায় থেকে নিরীহ শিক্ষার্থীদের নানা ভাবে হয়রানী করে থাকে। এই ধরণের বেশির ভাগ ঘটনা ধামাপাচা পরে যায়। কিন্তু আবরারের হত্যার ভেতর দিয়ে ছাত্র সংগঠনের নাম ভাঙ্গিয়ে যারা অপকর্ম করছে, তাদের মুখোশ উন্মচিত হয়েছে। আবরার হত্যা কান্ডের সাথে শুধু শিক্ষার্থী নয় বিশ^বিদ্যালয়ের প্রশাসনের গাফিলতি রয়েছে। আমরা বিভিন্ন সংবাদ প্রচারের মাধ্যমে জানতে পেরেছি বুয়েট বিশ^বিদ্যালয়ের সেই হলের প্রভোষ্ট, প্রক্টর ও ভিসি স্যার এই বিষয়টি গুরুত্ব দিলে আবরারের মত মেধাবী শিক্ষার্থীকে আজ প্রাণ দিতে হতো না। বক্তারা বলেন, এই হত্যা কান্ডের সাথে যারা জড়িত রয়েছে এখনো যাদের আইনের আওতায় নিয়ে আসা হয়নি, তাদের অতি দ্রুত আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করার জন্য প্রশাসন ও সরকারের প্রতি আমরা আহবান জানাই। আবরার হত্যাকারীদের এমন শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে আর কোন দিন কোন সন্ত্রাসী এই ধরনরে কাজ করতে সাহস না পায়।
No comments