সুজানগরে মাওয়া প্রসেসিং মিলের মালিক শাহীনের বাড়ীতে ডাকাতির অভিযোগ

এম মনিরুজ্জামান, পাবনাঃ পাবনার সুজানগরের মাওয়া প্রসেসিং মিলের হালখাতার টাকা ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের কাচুরী গ্রামের মাওয়া প্রসেসিং মিলের মালিক শাহীন অভিযোগ করে বলেন, গত ৫ অক্টোবর তার মিলে হালখাতা ছিলো, হালখাতা শেষে টাকা নিয়ে বাড়ীতে গেলে, রাত আনুমানিক ১ ঘটিকার দিকে পুলিশ পরিচয়ে শাহীন কে বাড়ী থেকে ডেকে তোলেন, ঘুম থেকে শাহীন ও তার স্ত্রী উঠে ঘরের ফাঁকা জায়গা দিয়ে দেখতে পায়, বাহিরে পুলিশ নয় মুখোশধারী কিছু লোক দাঁড়িয়ে আছে, মুখোশধারী লোক দেখে চিৎকার দিলে মুখোশধারী ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে এবং তাদের কে জিম্মি করে হালখাতায় উঠা প্রায় ১৯ লাখ নিয়ে যায়। 

শাহীন আরো জানান মুখোশধারীদের লোকদের কথা বার্তায় একই গ্রামের আব্দুল লতিফ নামক এক ব্যাক্তি কে সে চিনতে পারে। তাদের টর্চের আলোয় অপেক্ষমান আরো ৩জন কে চিনেছে বলে দাবী করেন। শাহীনের চিৎকারে তার ভাইয়েরা সহ আশপাশের লোকজন এগিয়ে আসলে মুখোশধারীরা গুলি ও বোমা ফাটিয়ে পালিয়ে যায়। ঘটনার রাতে ঘটনা স্থান পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুদ্দোজা। এ ঘটনায় সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। 

সুজানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুদ্দোজা জানান এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Powered by Blogger.