কত দিন কেটে গেছে
মনিয়া
কত দিন কেটে গেছে তারপর...
যাবে আরও কত দিন, মাস বা বছর,
রাতের আকাশের জ্বলজ্বলে তারার মতই সে ছবি।
ভাবি, সেদিন আর কত দিন পরে হবে?
যেদিন পুরনো পুঁথির মতই অস্পষ্ট আর অপাঠ্য
হয়ে কালের গহীনে মিশে যাবে?
তারপর অব্যক্ত কষ্টে,
থমথমে মুখের ঘন কালো মেঘের মতই,
বড় বড় ফোটায় নিজেকে নিঃশেষ করে....
ভাবি, চাই না তো আমি তাকে হারাতে,
থাক না, সে অন্ধকারে জোনাকির মত মিট মিট করে প্রদীপ জ্বালাতে।
স্ফটিকের মত স্বচ্ছ কিন্তু বজ্র কঠিন,
সে কঠিনের মাঝে দাগ দিতে পারি
সে নয় আমার সাধ্য।
তবুও হ্নদয়ের মাঝে সদা বিরাজমান,
কতটুকু জানি না কার
তার অপেক্ষায়ও অনেক বেশি সে আমার।
কত দিন কেটে গেছে তারপর...
যাবে আরও কত দিন, মাস বা বছর,
রাতের আকাশের জ্বলজ্বলে তারার মতই সে ছবি।
ভাবি, সেদিন আর কত দিন পরে হবে?
যেদিন পুরনো পুঁথির মতই অস্পষ্ট আর অপাঠ্য
হয়ে কালের গহীনে মিশে যাবে?
তারপর অব্যক্ত কষ্টে,
থমথমে মুখের ঘন কালো মেঘের মতই,
বড় বড় ফোটায় নিজেকে নিঃশেষ করে....
ভাবি, চাই না তো আমি তাকে হারাতে,
থাক না, সে অন্ধকারে জোনাকির মত মিট মিট করে প্রদীপ জ্বালাতে।
স্ফটিকের মত স্বচ্ছ কিন্তু বজ্র কঠিন,
সে কঠিনের মাঝে দাগ দিতে পারি
সে নয় আমার সাধ্য।
তবুও হ্নদয়ের মাঝে সদা বিরাজমান,
কতটুকু জানি না কার
তার অপেক্ষায়ও অনেক বেশি সে আমার।
No comments