সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থদের ঢেউটিন ও চেক প্রদান

এম মনিরুজ্জামানঃ পাবনার সুজানগর উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের ঢেউটিন ও নগদ টাকার চেক প্রদান করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা চত্বরে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সরকারি ত্রাণ তহবিল থেকে ঢেউটিন ও চেক প্রদান করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সুত্রে জানাযায় সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের শ্যামনগর গ্রামের আব্দুল আজিজ, হাটখালী ইউনিয়নের কামালপুর গ্রামের সাদেক মন্ডল, মোশারফ মন্ডল, রাণীনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামের মজিবর শেখ, নাজিরগঞ্জ ইউনিয়নে বরখাপুর গ্রামের বরকত আলী, বলচন্দ্রপুর গ্রামের আসলাম শেখ সহ  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবার কে গৃহ নির্মাণের জন ২ বান্ডিল করে সরকারি ঢেউটিন ও  ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

No comments

Powered by Blogger.