সুজানগরের মুক্তি'র দাফন সম্পন্ন

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগর পৌর এলাকার কাঁচারী পাড়ার আব্দুল কুদ্দুস মাস্টারের বড় ছেলে সাজ্জাদ হোসেন মুক্তি (৫৫) বৃহস্পতিবার সকাল ৭:৩০ ঘটিকায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বাদ আছর সুজানগর স্টেডিয়াম মাঠে জানাজা নামাজ শেষে তারাবাড়ীয়া গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত কালে তিনি স্ত্রী ও ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, প্রবীণ আওয়ামী লীগের নেতা আলহাজ্ব বন্দে আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি  আজম আলী বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টার, তোফাজ্জল হোসেন তোফা, আব্দুল হাই, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সম্পাদক এম মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

No comments

Powered by Blogger.