সুজানগর সাংস্কৃতিক জোটের মত বিনিময় সভা


সুজানগর(পাবনা) প্রতিনিধিঃ “সমাজ পরিবর্তনই আমাদের লক্ষ্য” প্রতিপাদ্য নিয়ে পাবনার সুজানগর সাংস্কৃতিক জোটের আয়োজনে নাট্য,থিয়েটার,বাউল,সাধুদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ঘোষপাড়া সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্যদেন জমির উদ্দিন, মুস্তাফিজুর রহমান সাচ্চু, আঃ আওয়াল বাচ্চু, এডঃ আহসান হাবিব হাসান, আব্দুল হাকিম, ফারূক হাসান, জয়ন্ত কুন্ডু মালেক দেওয়ান, উদয় অধিকারী, কামাল হোসেন, নজরুল ইসলাম, শেখ মন্টু, টিপু সুলতান দুলাল, এম মঞ্জু রহমান, মহব্বত আলী রনি, দেলোয়ার হোসেন, আব্দুল রাজ্জাক রাজু, জাহাঙ্গির হোসেন, জহুরূল ইসলাম মাইজ ভান্ডারী, লিটন, ফিরোজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল রাজ্জাক রাজু। বক্তরা সুজানগরে সম্মিলিত ভাবে একটি কমিটি করার প্রত্যয় ব্যাক্ত করে বলেন, সাংস্কৃতিক মাধ্যমে সমাজে অসংগতি ও মুক্তিযোদ্ধার চেতনা তুলে ধরা হবে।

No comments

Powered by Blogger.