সুজানগরে সড়ক দুর্ঘটনায় আহতদের আর্থিক অনুদান প্রদান
সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগরে সড়ক দুর্ঘটনায় আহতদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলায় রানীনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামের জায়দা খাতুন ও জাহিদুল ইসলাম কে সড়ক দুর্ঘটনায় আহত হওয়াতে তাদের কে আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম শাজাহান, এস এম সামসুর রহমান, মশিউর রহমান, আব্দুল মতিন মৃর্ধা হাবিবুর রহমান হাবিব, আমিনুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার প্রমুখ। সড়ক দুর্ঘটনায় আহতদের আর্থিক অনুদান প্রদান কালে উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক দুর্ঘটনায় আহত মানুষের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করছেন।
No comments