সুজানগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও সুজানগর হানাদার মুক্ত দিবস পালিত
সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও সুজানগর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। শনিবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতীয় ও মুক্তিযুদ্ধোর পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে র্যালি নিয়ে সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করা হয়। দোয়া পরবর্তি শোক রালী নিয়ে মুক্তিযুদ্ধো কমপ্লেক্সর তিন তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদের সঞ্চালনায় পধান অতিথির বক্তব্যেদেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, সিনিয়র পুলিশ সুপার ফরহাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা। এসময় আরো বক্তব্যদেন মুক্তিযুদ্ধো মকবুল হোসেন সন্টু, এস এম সামসুল আলম, মতিউর রহমান, আবুল কালাম, আব্দুল হাই, আব্দুল আজিজ, আব্দুল আজিজ প্রমুখ।
No comments