সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও বিজয় বাংলা বিডি ২৪. কম এর সম্পাদক মোহাম্মদ মাস্টার কে সম্মাননা প্রদান

স্টাফ রির্পোটার: পাবনার সুজানগরে ৪৮তম মহান বিজয় দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোট সুজানগরের উদ্যোগে গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। সোমবার সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোট সুজানগরের আহবায়ক ও সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, সিনিয়র সহকারী সচিব আনোয়ার হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী জুবায়েদ হিল্লোল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত জোটের সদস্য পাবনা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডঃ আহসান হাবিব হাসান ও সুজানগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার প্রমুখ। পরে সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার সহ ২৩জন গুণীজন ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে আনোয়ার হোসেন টিপুর রচনায়, আনোয়ার রহমানের পরিচালনায়, তোফাজ্জল হোসেন তোফার সার্বিকতত্তাবধানে মঞ্চ নাটক বিরাঙ্গনা জমিলা মঞ্চস্থ হয়।

No comments

Powered by Blogger.