সুজানগরে গাজনার বিলে কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন আহমেদ ফিরোজ কবির এমপি
সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ঐতিহ্যবাহী গাজনার বিল থেকে কচুরিপানা অপসারণ করে প্রায় ৭৫ হাজার বিঘা আবাদী জমিতে কৃষকদের ফসল ফলানোর উপযোগী করার লক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে বগাজানিতে দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন জেলা প্রশাসক কবীর মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষি বিদ আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, পৌর মেয়র আব্দুল ওহাব, বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুস সাত্তার বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান এস এম সামছুল আলম, আব্দুল মতিন মৃধা, আমিনুল ইসলাম, আমিন উদ্দিন, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফররুখ কবির বাবু, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল প্রমুখ।
No comments