সুজানগরে আজগর আলী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরের রোববার সকালে গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে চারতলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন,ডাক তার ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল হোসেন,অমিও ট্রেডার্সের প্রতিনিধি সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা হারেজ উদ্দিন প্রমুখ।

No comments

Powered by Blogger.