সুজানগরে যুবলীগের শেখ মনি’র জন্ম বার্ষিকী পালিত

সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগরে বুধবার সকালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিববাহিনীর অধিনায়ক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুদ্দিন মুক্তি, বাবু খান, শাজাহান আলী তুফাই, রাকিব হাসান শাহীন, রাজু রায়, ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা শামছুর রহমান, হারুন অর রশিদ বাদশা, বকুল হোসেন, শামীম হোসেন, আবুল হোসেন প্রমুখ। বক্তারা শহীদ শেখ ফজলুল হক মনি’র আদর্শকে মনে-প্রাণে লালন করে যুবলীগকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন। শেষে শেখ ফজলুল হক মনিসহ ভাষা এবং দেশের জন্য আত্মাহুতি দেওয়া সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিদ্দিকুর রহমান।

No comments

Powered by Blogger.