দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুর দাবি পাবনাবাসীর

এম মনিরুজ্জামানঃ আরিচা-পাবনার কাজিরহাটকে যুক্ত করে দ্বিতীয় পদ্মা-যমুনা বহুমুখী সেতুর বাহস্তবায়নের দাবিতে ১৪০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে পাবনাবাসী। এটি দেশের সবচেয়ে বড় মানববন্ধন বলে দাবি আয়োজকদের। পাবনা জেলা উন্নয়ন ফোরামের আয়োজনে সোমবার ঘণ্টাব্যাপী এ মানববন্ধন সুজানগর ও বেড়া উপজেলার কাজিরহাট থেকে ঈশ্বরদী ও সদর উপজেলার টেবুনিয়া থেকে ফরিদপুর উপজেলার ডেমরা পর্যস্ত হয়। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় সড়কের দুই পাশে সুজানগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, সম্মিলিত সংস্কৃতিক জোটের পক্ষ থেকে আহবায়ক ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা, সুজানগর প্রেসক্লাবের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান সহ চাকরিজীবী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবী, কৃষক-শ্রমিক, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মনববন্ধনে বক্তারা বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়ন হলে রাজধানীর সঙ্গে যাতায়াতে ১০০ কিলোমিটার দূরত্ব কমে যাবে। পাবনায় নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হবে।

No comments

Powered by Blogger.