সুজানগরে সুষ্ঠুভাবে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত

সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও গতকাল সোমবার এসএসসি ও দাখিল পরীক্ষা সুন্দর, সুষ্ঠু, এবং নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ওই দিন বাংলা প্রথমপত্র পরীক্ষায় উপজেলার ৭টি এসএসসি এবং ১টি দাখিলসহ মোট ৮টি পরীক্ষা কেন্দ্র হতে ৫হাজার ৭‘শ ৬জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১৪৭জন, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৪৩জন, দুলাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫৫২জন, চিনাখড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৭২০জন, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬৮৫জন, দুর্গাপুর নেছারা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮২৭জন, মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ১৫৮জন এবং সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি ভোকেশনাল কেন্দ্রে ৪৭৯জন পরীক্ষার্থী অংশ নেয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত ওই পরীক্ষায় কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি। বিশেষ করে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নজরদারির কারণে প্রথম দিনের ওই পরীক্ষা সুন্দর, সুষ্ঠু, এবং নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। 

No comments

Powered by Blogger.