পাবনায় সাবেক সাংসদ ওয়াজি উদ্দিন খান’র জানাযায় লাখো মানুষের ঢল

বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি, প্রখ্যাত শ্রমিকনেতা, পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ওয়াজিউদ্দিন খান’র জানাযায় লাখো মানুষের ঢল নেমেছে। বর্ষিয়ান এ নেতাকে দেখতে পুলিশ লাইন মাঠে জড়ো হয় সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিকসহ সর্বস্তরের জনগণ। বেলা ১১ চাটমোহরের ঐতিহাসিক বালুচর মাঠে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সর্বস্তরের জনগণের ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বেলা ২ টার পর পুলিশ লাইন মাঠে রাষ্ট্রিয় সম্মানের মধ্যদিয়ে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সদর আরিফপুর কবরস্থানে দাফন করা হবে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের আটুয়া হাউজপাড়া মহল্লার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।জানাযায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড.শামসুল হক টুকু, পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মকবুল হোসেন এমপি, পাবনা জেলা আঃলীগের সাঃ সম্পাদক ও সাংসদ গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল।
উল্লেখ্য, পাবনার সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ভাঁজপাড়া গ্রামে ১৯৩৬ সালের ২০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন ওয়াজি উদ্দিন খান। ভূট্টা আন্দোলন, গণঅভ্যূত্থান ও মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা ছিল অনন্য। ১৯৭২ সালে তিনি পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৮০ সালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়ে এখনও পর্যন্ত উক্ত পদে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ৫০ বছরে যতবার শ্রমিক ফেডারেশনের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে এই বর্ষিয়ান শ্রমিক নেতাকে সম্মান করে সভাপতি নির্বাচিত করেছেন শ্রমিক নেতারা। পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ ২৫ বছর। ১৯৮৬ এবং ১৯৯৬ সালে ওয়াজি উদ্দিন খান পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনে দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

No comments

Powered by Blogger.