সুজানগরে জাতীয় ভোটার দিবস পালিত
সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ “ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” স্লোগানে সোমবার সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রাধন অতিথির বক্তব্যদেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। স্বাগত বক্তব্যদেন উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন। এসময় আরো বক্তব্যদেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা প্রকৌশলী আবুল হাসেম, উপজেলা কৃষি অফিসার মাইনুল হক সরকার, সমাজ সেবা অফিসার নাজমুল হাসান, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, উপজেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে নতুন ভোটারদের হাতে জাতীয় পরিচয় পত্র তুলে দিয়ে উদ্বোধন করেন আহমেদ ফিরোজ কবির এমপি।
No comments