এম মনিরুজ্জামান, সুজানগর (পাবনা) প্রতিনিধি: করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ও সতর্কতার জন্য প্রবাসী বাংলাদেশীদের বাড়ি সনাক্ত করে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগ বুধবার দুপুরে পৌর এলাকার জনগণের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে ও প্রবাসী বাংলাদেশীদের থেকে দূরে থাকতে লাল পতাকা উত্তোলনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। লাল পতাকা উত্তোলন শেষে এলাকাবাসীর মধ্যে মাস্ক,সাবান ও জীবাণুমুক্ত করতে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন জানান উপজেলা বাসীদের করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও সতর্কতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে,যাতে জনসাধারণ ভুলবশত ঐ বাড়িতে প্রবেশ না করে এবং তাদের কাছ থেকে দুরত্ব বজায় চলাফেরা করতে পারেন।
No comments