সুজানগরের সাতবাড়ীয়া পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র উদ্বোধন

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অভিযোগ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও আনোয়ার পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যদেন ও অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার প্রকৌশলী এমদাদুল হক। এসময় আরো বক্তব্যদেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হায়দার আলী। উপস্থিত ছিলেন সাতবাড়ীয়া বণিক সমিতির সভাপতি আঃ রশিদ, বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন, আবু বকর, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আবু বকর প্রমুখ।

No comments

Powered by Blogger.