সুজানগরে আওয়ামীলীগের গৌরবোজ্জ্বল ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এম মনিরুজ্জামান, পাবনাঃ বাংলাদেশ আওয়ামীলীগের গৌরবোজ্জ্বল ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। রোববার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে দলীয় র্কাযালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী নিয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প অর্পণ করা হয়। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কেক কাটেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এসময় উপস্থিত ছিলেন পৌর আ.লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আরজু, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মজিবর রহমান, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক সরদার রাজু আহমেদ, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ হোসেন প্রমুখ। এছাড়া উপজেলা ও পৌর আ.লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পাবনার সুজানগর উপজেলা আওয়ামীলীগের গৌরবোজ্জ্বল ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার আলোচনা সভায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন আওয়ামীলীগই এ দেশের স্বাধীনতা এনে দিয়েছে, রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। জাতীর পিতার আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে এবং দেশ ও জাতীর সেবা করতে হবে। তিনি আরো বলেন বর্তমান সরকার ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ে তুলতে চায়, আমাদের দেশ এখন সারা বিশ্বের কাছে উদীয়মান সূর্য্য। এ দেশে এখুনো ষড়যন্ত্র চলছে, তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
No comments