সুজানগরে সিসিডিবি’র মাদকাসক্তি প্রতিরোধে র্যালী আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান
সুজানগর(পাবনা) প্রতিনিধিঃ “আসুন মাদককে না বলি, মাদক মুক্ত দেশ গড়ি” স্লোগানের পাবনার সুজানগরে মঙ্গলবার সকালে সিসিডিবি-সিপিআরপি’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধে র্যালীটি পৌর শহরের প্রধান সড়ক ও উপজেলা চত্বর প্রদিক্ষণ করে সিসিডিবি ক্যাম্পাসে গিয়ে র্যালী শেষে আলোচনা সভা ও মাদকাসক্তি প্রতিরোধে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিসিডিবি-সিপিআরপি’র এরিয়া ম্যানেজার ডাঃ নাইমা ইসলামের সভাপতিত্বে ও প্রাগাম অফিসার পিটার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্যদেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান এস এম সামসুল আলম, আব্দুল মতিন মৃধা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান। এ সময় আরো বক্তব্যদেন সিসিডিবি-সিপিআরপি’র হিসাব রক্ষক কর্মকর্তা ডেভিট লিটন দাস। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, যুব সমাজ ও ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments