পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া সড়কের দুলাল সরদারের বাড়ির সামনে ব্রিজের কাছে জাতীয় কৃষকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রিয় সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কূল ময়েজকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে প্রায় ৫ লাখ টাকা। কূল ময়েজের উপর হামলার প্রতিবাদে ও আসামীদের দ্রƒত গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের শাস্তির দাবিতে ঈশ^রদী শহরের প্রাণকেন্দ্র রেলওয়ে গেটের ট্রাফিক মোড়ে বুধবার সকালে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পাবনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির পাবনা জেলা শাখা ও সাধারণ কৃষক ও কৃষানীরা। নারী-পুরুষ মিলে ৫ শতাধিক কৃষক-কৃষানী এতে অংশ নেয়। বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রিয় সাধারন সম্পাদক আবুল হাসেমের সভাপতিত্বে মানববন্ধনে কৃষকদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক জাহিদুল ইসলাম গাজর জাহিদ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক আব্দুল বারী ওরফে কফি বারী, বঙ্গবন্ধু জাতীয় কৃষি স্বর্ণ পদক প্রাপ্ত কৃষক বেলী বেগম, জাতীয় কৃষক আব্দুল জলিল কিতাব মন্ডল, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক আলহাজ্ব রবিউল ইসলাম, সিআইজি ঈশ্বরদী উপজেলা সভাপতি মুরাদ মালিথা, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি পাবনা জেলা সভাপতি মেহেদী মাসুদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম পাভেল, সাধারন সম্পাদক রেজাউল ইসলাম রেজা, ও প্রচার-প্রকাশনা সম্পাদক এম মনিরুজ্জামান, বিশিষ্ঠ ব্যবসায়ী ও কৃষক নেতা জহুরুল ইসলাম প্রমূখ।
No comments