বাবার দেখানো পথেই এমপি ফিরোজ কবির
এম মনিরুজ্জামান, পাবনা:
সাদামাটা জীবনযাপন করতেন পাবনা-২ আসনের সাবেক এমপি আহমেদ তফিজ উদ্দিন। সব ধরনের মানুষের কাছেই তিনি ছিলেন সম্মানের পাত্র।
এবার বাবার দেখানো পথেই হাঁটছেন এ আসনের বর্তমান এমপি আহমেদ ফিরোজ কবির। মানুষের কল্যাণে অসামান্য অবদান, তাকে বসিয়েছে বাবার স্থানে। আহমেদ তফিজ উদ্দিনকেই অনুসরণ করছেন ফিরোজ কবির।
এমপি হয়েও স্বাচ্ছন্দে মানুষের সঙ্গে মিশতে পারেন তিনি। নিজ নির্বাচনী এলাকায় চলাফেরা করেন নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই। বাজারও করেন নিয়মিত। ব্যস্ততার মাঝে সময় পেলেই খেলাধুলায় মেতে ওঠেন। দেখা হলেই সবার সঙ্গে কুশল বিনিময় করেন, বিভিন্ন সমস্যায় পাশে দাড়ান।
ছাত্রজীবন-রাজনৈতিক জীবনেও বাবাকে অনুসরণ করে চলেছেন আহমেদ ফিরোজ কবির। ছিলেন ছাত্রনেতা, স্থানীয় ও জাতীয় নির্বাচনে জয়ী হয়েছেন সবার পছন্দের প্রার্থী হিসেবেই।
এমপি ফিরোজ কবিরের বাবা আহমেদ তফিজ উদ্দিনের রাজনৈতিক জীবনের সূচনা মুসলিম ছাত্রলীগে অংশগ্রহণের মধ্য দিয়ে। ১৯৫০ সালে তিনি পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হন। এরপর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। মুক্তিযুদ্ধে তিনি ভারতের কেচোয়াডাঙ্গা ক্যাম্পের ইনচার্জ ছিলেন। ১৯৮৫, ১৯৯০ সালে উপজেলা চেয়ারম্যান, ১৯৭৩, ১৯৯৬ সালে এমপি নির্বাচিত হন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে সবসময় মানুষের কাছে ছিলেন, সবাইকে বুকে টেনে নিয়েছেন, স্থান করে নিয়েছেন মানুষের মনের গভীরে।
তফিজ উদ্দিনের যোগ্য সন্তান হিসেবে আহমেদ ফিরোজ কবির তারই পথ অনুসরণ করে যাচ্ছেন। এমপি হওয়ার পরও দলীয় নেতাকর্মী, চাকরিজীবী, ব্যবসায়ীসব সব পেশার মানুষকে আগের মতই বুকে টেনে নেন।
এমপি আহমেদ ফিরোজ কবির বলেন, যেকোনো সমস্যায় আপনারা আমার কছে আসবেন। আমার কাছে আসতে আপনাদের কোন নেতার হাত-পা ধরতে হবে না। আপনারা বলবেন আমি শুনবো, সমস্যা সমাধানের চেষ্টা করবো।
No comments