শেখ হাসিনা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতাসহ বিভিন্ন সহযোগিতা করছে-আহমেদ ফিরোজ কবির এমপি
সুজানগরে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান
সুজানগর (পাবনা) প্রতিনিধি:
পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সরকার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতাসহ বিভিন্ন সহযোগীতা করে অসহায় পরিবার কে আর্থিক ভাবে সহয়তা করছে। তিনি আরো বলেন বয়স্ক, বিধবা ও প্রতিবন্দীদের পাশাপাশি সরকার তাদের পরিবারের দায়ভার গ্রহন করছেন। পাবনার সুজানগরে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের আয়োজনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) মজিবুর রহমান প্রমুখ। ৯৪৫ জন বয়স্ক, ৩৩২ জন বিধবা ও ২৮৬ জন প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়।
No comments