সুজানগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সুজানগর (পাবনা) প্রতিনিধি: “শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সুজানগর এস এমই কৃষি শাখার আয়োজনে পাবনার সুজানগরে আবুল কাশেম নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির। শাখা ব্যবস্থাপক সৈয়দ আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা ময়নুল হক সরকার।
এসময় উপস্থিত ছিলেন পৌর আ.লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সুজানগর এস এমই কৃষি শাখার প্রকল্প কর্মকর্তা আনসার আলী, সহকারী প্রকল্প কর্মকর্তা কামরুজ্জামান, বিনিয়োগ কর্মকর্তা আব্দুর রহমান, আবু দাউদ, আবু রায়হান শাজাহান আলী, মাহবুবুর রহমান, আবুল কাশেম নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শম্পা খাতুন প্রমুখ। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে উপজেলায় ২৫ শত ৭৩ টি ফলদ বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে। আবুল কাশেম নি¤œ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন আহমেদ ফিরোজ কবির এমপি।
No comments