সুজানগরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পাবনার সুজানগর উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৯ এর তথ্য সংগ্রহের কাজ আগামী ৪ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর চলবে। উল্লেখিত সময়ে ১ জানুয়ারী ২০০৪ সাল বা তার পূর্বে জন্ম গ্রহন কারি ব্যাক্তি ভোটার তালিকাভুক্ত হয়নি তাদের তথ্য সংগ্রহ কারিগণ বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন জানান ছবি তোলার তারিখ পরর্বতিতে জানানো হবে, তথ্য সংগ্রহের সময় ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা সনদ, পিতা-মাতা, স্বামী-স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি তথ্য সংগ্রহকারীকে সরবারহ করে সহযোগীতা করতে হবে।
তিনি আরো বলেন কোন ক্রমেই দ্বৈত ভোটার হওয়া যাবে না, এটা আইনতঃ দন্ডনীয় অপরাধ হবে।
No comments