সুজানগরে আইসিটি’র মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের লক্ষে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


  এম মনিরুজ্জামানঃ পাবনার সুজানগরে আইসিটি’র মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের লক্ষে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং আইসিটি শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন খান। সভায় স্বাগত বক্তব্য রাখেন সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শামসুল আলম। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উক্ত বিদ্যালয়ের আজীবন সদস্য ফররুখ কবির বাবু, সুজানগর এন.এ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন ও আইসিটি শিক্ষক শরীফুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন বর্তমান  যুগ তথ্য প্রযুক্তির যুগ। এযুগে সাধারণ শিক্ষার পাশাপাশি আইসিটি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে আইসিটির মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন করে শিক্ষার্থীদের সময়োপযোগী শিক্ষা দিতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা লাভ করলেও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হবে। অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক কায়সার আলম। এর আগে প্রজেক্টরের মাধ্যমে আইসিটি শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রযুক্তি উপস্থাপন করা হয়।



No comments

Powered by Blogger.