সুজানগরে স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে বৃহস্পতিবার সকালে তিনদিন ব্যাপি স্বাস্থ্য বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বে-সরকারি উন্নয়ন সংস্থা শেড ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্বাস্থ্য সুরক্ষা পরিসেবা প্রকল্পের আওতায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উক্ত ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মোক্তার হোসেন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ বাবুল হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী মাস্টার ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান। প্রশিক্ষণে উপজেলার ২০ জন স্বাস্থ্য কর্মী অংশ নেন। এতে প্রশিক্ষণ দেন প্রশিক্ষক রোসনা খাতুন ও জাহানারা খাতুন। প্রশিক্ষণ শেষে কর্মিদের মাঝে স্বাস্থ্য সেবার সরমঞ্জাম বিতরণ করা হয়।

No comments

Powered by Blogger.