সুজানগরে ইউপি চেয়ারম্যানের বিরোধে জমি দখলের অভিযোগে ভূমিহীনদের বিক্ষোভ

সুজানগর(পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরোধে জমি দখলের অভিযোগে বিক্ষোভ করেছে ভূমিহীনরা। বুধবার সকালে অর্ধশতার্ধিক নারী-পুরুষ ভূমিহীন  উপজেলা পরিষদের সামনে তাদের জমি ফিরিয়ে পেতে বিক্ষোভ মিছিল করে। এ সময় পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বিক্ষোভ কারীদের আইনগত সহযোগিতার আশ্বাস দিলে, তারা বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফিরেন। ভুক্তভোগী কুড়িপাড়া গ্রামের কিয়াম উদ্দিন, আলতাফ মন্ডল অভিযোগ করে এ প্রতিবেদক কে বলেন ‘খ’ তফশীলভুক্ত জমি জাল দলিলের মাধ্যমে বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করে নিজেদের নামে নামজারি-খারিজ করে নিয়ে, আমাদের বসতবাড়ী ও ফসলী জমি থেকে জোড়পূর্বক উচ্ছেদের  চেষ্টা করা হচ্ছে, এ সকল ভূমিদূর্স্যদের বিরুদ্ধে আইননুগত ব্যবস্থার দাবী করেন। সেই সাথে এ ঘটনায় জড়িত দলিল লেখক মোজাহার হোসেন মোজাই কে তার লাইসেন্স বাতিল করার জন্য প্রসাশনের কাছে দাবি জানান। মিজানুর রহমান জানান আমরা আজকে প্রশাসনের কর্মকর্তাদের কাছে বিচারদাবী শেষে বাড়ী ফেরার পথে ভায়না ইউনিয়নের নুরালের মোড়ে
পৌঁছানো মাত্র আমিন চেয়ারম্যানের ছেলে ও তার ভাতিজা সহ বেশকিছু সন্ত্রাসী হামলা চালিয়ে মারপিট করে,কয়েকজন কে গুরুতর আহত করেছে, আহতরা সুজানগর হাসপাতালে ভর্তি রয়েছে,এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন এলাকার প্রভাবশালী ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন জালিয়াতি করে নিজেদের নামে জাল দলিলের মাধ্যমে জমি খারিজ করে নিয়ে, আমাদেরকে বসতবাড়ী থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন বিক্ষোভ কারীদের অভিযোগ শুনেছি, মাননীয় এমপি মহোদয় তাদের কে আশ্বস্ত করেছেন এ বিষয়ে তাদেরকে আইনগত সহযোগিতা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বলেন জালিয়াতির মাধ্যমে করা খারিজ বাতিল করা হয়েছে। সুজানগর থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন বলেন এ সব ঘটনায় আমি জড়িত নই আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রের করা হয়েছে।

No comments

Powered by Blogger.