শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ- শাহীনুজ্জামন শাহীন


এম মনিরুজ্জামানঃ পাবনার সুজানগরে প্রান্তিক  কৃষকের কাছ থেকে তালিকার মাধ্যমে আমন ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খাদ্য গুদাম চত্বরে ধান সংগ্রহের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। ২৬ টাকা কেজি হিসাবে উপজেলায় ৮ শত ৯৮ মেট্রিকটন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।  এই মৌসুমের চলতি মাসের ২১ নভেম্বর থেকে এই কার্যক্রম শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে কৃষকদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ওহাহিদ মোস্তফা মিলটন  প্রমুখ। এ ছাড়াও স্থানীয় ইউনিয়নের কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহীনুজ্জামান শাহীন  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশ এখন শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশই নয় বরং উদ্বৃত্ত খাদ্য শষ্যের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ধান আমাদের প্রধান ফসল। বাম্পার উৎপাদনে ধানের মূল্য কম হওয়ায় সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কৃষকদের যথাযথ মূল্য নিশ্চিতে সম্ভাব্য সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরাসরি ধান ক্রয় চলছে কৃষকদের কাছ থেকে। তিনি আরো বলেন সরকারের এই মহৎ উদ্যেগে সকলকে এক সাথে কাজ করতে হবে । উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বলেন আমন ধান সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে উন্মুক্ত লটারীর মাধ্যমে তালিকাভুক্ত সকল প্রান্তিক সাধারণ কৃষকের কাছ থেকে পর্যায়ক্রমে ধান কেনা হবে বলে তিনি জানান।


No comments

Powered by Blogger.