নিখোঁজের ৭ দিনেও উদ্ধার হয়নি গৃহবধু শাকিলা খাতুন



পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের রহিমপুর ঘুনাপাড়াগ্রামের মোজাম্মেল প্রাং এর ছেলে আব্দুস সালাম এর স্ত্রী মোছাঃশাকিলা খুতুন (২৪), ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন খুজে পাওয়াযাচ্ছেনা। শাকিলার শশুর মোজাম্মেল প্রাং জানান গত ১৩/১১/২০১৯ ইংতারিখ সকালে সাকিলা খাতুন বাড়ী থেকে শিশু সন্তান মোছাঃসাম্মী খাতুনকে রাখিয়া বাজার করার উদ্দেশ্যে চলে যায়। পরবর্তীতেসাকিলা খাতুন ফিরে না আসলে তার মোবাইল ফোনে ফোন করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আমরা আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে শাকিলাকে পাইনি। শাকিলার পিতা-মোঃ তজিম প্রাং ও ভাই নয়ন জানান শাকিলার শশুর বাড়ী থেকে আমাদের জানানো হয় শাকিলা বাজারে গিয়েছে আর বাড়ী ফিরে আসেনি। আমরা শাকিলাকে খুঁজে না পেয়ে পাবনা সদর থানায় বিষয়টি সাধারণ ডাইরী ভূক্ত করেছি জিডি নং-৭৫২/তারিখ-১৪-১১-১৯, নয়ন জানান আমার বোন সাকিলা খাতুন এর শারীরিক বর্ণনা উচ্চতা অনুমান-৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং-ফর্সা, মূখোমন্ডল-গোলাকার, মাথার চুল-১৮ ইঞ্চি, পরনে-সালোয়ার কামিজ কালো বোরকা, পাবনা’র আঞ্চলিক ভাষায় কথা বলে। সাকিলা খাতুন (২৪)-কে খোঁজাখুঁজি চলিতেছে, কেউ তার সন্ধান পেয়ে থাকলে পাবনা সদর থানায় অবগত করার জন্য অনুরোধ করা হলো।

No comments

Powered by Blogger.