বাংলা ও বাঙ্গালীর প্রাণের স্পন্দন জনপ্রিয় লাঠিবাড়ি খেলার ক্রেস প্রদান

সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ বাংলা ও বাঙ্গালীর প্রাণের স্পন্দন এক সময়ের জনপ্রিয় লাঠিবাড়ি খেলা যা আমাদের ছোট বয়সে দেখেছি, এখন প্রায় এ ধরণের সংস্কৃতি বিলপ্তির পথে, ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা, সেই সাথে আগামীতে এ ধরণের হারিয়ে যাওয়া খেলার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তিনি আরো বলেন লাঠি খেলার পাশাপাশি সাঁতার আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে, সাঁতার মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ কে সুস্থ্য সবল রাখতে সাহায্য করে,  মাঝে মধ্যে এ ধরণের খেলার আয়োজন করে সবাইকে উৎসাহী করার আহবান জানান। লাঠিবাড়ি ও সাঁতার প্রতিযোগীতা ক্রেস গ্রহন কালে এ কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। ইউপি চেয়ারম্যান এস এম সামসুল আলম, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা ওয়াহিদ মোস্তফা মিলটন, সুজানগর প্রেসক্লাবের সাধোরণ সম্পাদক এম মনিরুজ্জামান, গরীবের নেতা সরদার রুহুল আমিন, যুবলীগ নেতা সরদার আব্দুল রহিম প্রমুখ। ক্রেস প্রদান করেন হেমরাজপুর লাঠিবাড়ি ও সাঁতার প্রতিযোগীতার আয়োজক কমিটির সভাপতি হুমায়ন কবীর সুজন।
সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ বাংলা ও বাঙ্গালীর প্রাণের স্পন্দন এক সময়ের জনপ্রিয় লাঠিবাড়ি খেলা যা আমাদের ছোট বয়সে দেখেছি, এখন প্রায় এ ধরণের সংস্কৃতি বিলপ্তির পথে, ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা যারা আয়োজন করেছেন, তাদের প্রতি রইলো শুভ কামনা সেই সাথে আগামীতে এ ধরণের হারিয়ে যাওয়া খেলার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তিনি আরো বলেন লাঠি খেলার পাশাপাশি সাঁতার আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে, সাঁতার মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ কে সুস্থ্য সবল রাখতে সাহায্য করে, তাই মাঝে মধ্যে এ ধরণের খেলার আয়োজন করে সবাইকে উৎসাহী করার আহবান জানান। লাঠিবাড়ি ও সাঁতার প্রতিযোগীতা উদ্বোধন কালে এ কথা বলেন প্রধান অতিথি সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। পাবনার সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের হেমরাজপুর হাট প্রাঙ্গণে শনিবার বিকেলে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা ও সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আয়োজক কমিটির সভাপতি হুমায়ন কবীর সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যদেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, সাবেক ছাত্র নেতা ইকবাল বাহার। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক তৌফিক হাসান ও সুজানগর প্রেসক্লাবের সাধোরণ সম্পাদক এম মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাতবাড়ীয়া কলেজের (অবঃ প্রাঃ) সহকারী অধ্যাপক মোতাহার

No comments

Powered by Blogger.